পুরুলিয়ার রঘুনাপুরের ৫০০ বাসিন্দার হাতে কম্বল তুলে দিলেন সমাজসেবী ভবেশ

সাথী দাস, পুরুলিয়া, ২৭ ডিসেম্বর: নিজের উপার্জনের অর্থ বাঁচিয়ে সমাজের কাজ বরাবর করেন রঘুনাথপুরের বাসিন্দা ভবেশ চ্যাটার্জি। শীত, গ্রীষ্ম, বর্ষা সব কালেই অসহায়দের সামর্থ্য অনুযায়ী পাশে থেকেছেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ঢাক ঢোল না পিটিয়ে রঘুনাথপুর এলাকার ৫০০ মহিলা ও পুরুষের হাতে কম্বল তুলে দিলেন তিনি। তাঁর এই উদ্যোগের প্রশংসা করেন ওই বিতরণের কাজে সঙ্গী হওয়া স্থানীয় ভারত সেবাশ্রম সংঘের স্বামী যোগযুক্তানন্দ মহারাজ ও স্বামী নিত্যসুধানন্দ মহারাজ।

কম্বল হাতে পেয়ে হাসি মুখে প্রাপকরা জানান, “বিভিন্ন ভাবে অসময়ে থেকেছেন তিনি। শীত বস্ত্র এর আগে দিয়েছেন ভবেশ বাবু। আজকের এই কম্বল শীত থেকে কিছুটা হলেও স্বস্তি দেবে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here