সাফাই কর্মীদের জ্যাকেট দিলেন পুরুলিয়ার প্রাক্তন কাউন্সিলার সোহেল

সাথী দাস, পুরুলিয়া, ৪ জানুয়ারি: নিজের ওয়ার্ডের সাফাই কর্মীদের হাতে জ্যাকেট ও শীত বস্ত্র তুলে দিলেন পুরুলিয়ার প্রাক্তন কাউন্সিলার সোহেল দাদ খান। আজ পুরুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এই প্রাক্তন কাউন্সিলার নিজের উদ্যোগে এই কাজ করেন। ওই ওয়ার্ডে কর্মরত ৪ মহিলা সহ ১৬ জন সাফাই কর্মীর হাতে জ্যাকেট তুলে দেন।

সোহেল জানান, “আমরা যখন বাড়িতে লেপ কম্বলের মধ্যে থাকি তখন প্রচন্ড ঠান্ডার মধ্যেও পাড়ায় জঞ্জাল সাফাই করেন এই সব মানুষ। এই পেশায় যুক্ত মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।”

নতুন জ্যাকেট গায়ে দিয়ে উচ্ছসিত মুকেশ কালিন্দী, রিনা কালিন্দীরা। কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তাদের কথায়, “ঠাণ্ডায় কাজ করতে কষ্ট হয়। উপযুক্ত শীত বস্ত্র ছিল না। সোহেলদার দেওয়া জ্যাকেট গায়ে দিয়ে ঠান্ডা থেকে কিছুটা রেহাই পাবো।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here