” দলের উইপোকারা দলকে নষ্ট করছে, তারা বেরিয়ে গেলে ভালো”, মালদায় বললেন সোহম

আমাদের ভারত, মালদা, ৬ জানুয়ারি: বৈশাখি ডালমিয়ার সুরে সুর মেলালেন তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সোহম চক্রবর্তী। আজ মালদার ইংরেজবাজার শহরে তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাতে বক্তব্য দিতে গিয়ে সোহম বলেন, দলের উইপোকারা দলকে নষ্ট করছে। বেরিয়ে গেলে ভালো হয়। কিছু উইপোকা বেরিয়ে গিয়ে অভিষেক ব্যানার্জিকে তোলাবাজ বলছেন। তিনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাংলায় তথা মালদায় আসার আবেদন করেন। বলেন, বাংলায় আসুন। মালদায় আসুন। আম খান। কিন্তু বাংলা দিকে কুনজরে দেখলে, বাংলা দখল করার চেষ্টা করলে আমের আঁটি ছুড়ে মারার হুমকিও দেন।

সোহম চক্রবর্তীর সভা ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সভার কেন্দ্র স্থলে। তাছাড়া শহরের ব্যস্ততম রাস্তা দখল করে সভা করায় বির্তকের সৃষ্টি হয়। সভা শুরুর আগে মালদা কলেজ মাঠ থেকে রোড শো করেন সোহম। তাকে দেখতে স্বাভাবিকভাবেই ভিড় হয়।
শহরের প্রাণকেন্দ্রে শহরের মূল রাস্তা আটকে তৃণমূলের সভা, আর সভায় উপস্থিত অভিনেতা তথা যুব তৃণমূল নেতা সোহম চক্রবর্তী। আর এর ফলে চরম বিশৃঙ্খলা। মঞ্চে প্রকাশ্যে ধাক্কাধাক্কি‌। এই সভা ঘিরে নাজেহাল সাধারণ মানুষ।

আজ দুপুরে মালদা শহরের বিজি রোডে সভা করেন সোহম চক্রবর্তী। সকাল থেকেই পথ আটকে দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। আর এর ফলে চরম নাজেহাল হয় সাধারণ মানুষ। বিজেপির অভিযোগ, সভার নামে মাদারির খেলা চলছে। ওই এলাকায় দুটি নার্সিংহোম জেলাশাসক ও পুলিশ সুপারের আবাসন রয়েছে। আর সেখানেই পথ আটকে সভা করা হচ্ছে।
একই অভিযোগ করা হয়েছে সিপিএমের পক্ষ থেকে।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এই সভা থেকে দল ত্যাগীদের কটাক্ষ করে সোহম।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here