সোলার পাম্প ঠিক করার দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করল গ্রামবাসীরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৬ মার্চ: অচল সোলার পাম্প সচল করার দাবিতে কুলটিকরি ৯ নম্বর পঞ্চায়েত অফিস ঘেরাও করল জঙ্গলকুড়চি গ্রামের টালিপাড়ার বাসিন্দারা।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি অঞ্চলের জঙ্গলকুড়চি গ্রামের টালিপাড়ায় দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে রয়েছে সোলার জলের পাম্প। আর এই জঙ্গলকুড়চি গ্রামের টালিপাড়ায় রয়েছে ১৫০ টি পরিবার। যাদের এখন প্রায় ৫০০ মিটার দূরে পাশের গ্রাম থেকে আনতে হয় খাবারের জল। গ্রামবাসীদের অভিযোগ, কলটিকরি গ্রাম পঞ্চায়েতে জানিয়েও সুরাহা হয়নি। তাই একপ্রকার বাধ্য হয়ে সকাল ১১ টা নাগাদ কুলটিকরি অঞ্চল অফিসের চাবি লাগিয়ে দেয় জঙ্গলকুড়চি টালিপাড়ার গ্রামবাসীরা। তার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ বাহিনী।

এবিষয়ে কুলটিকরি ৯ নম্বর অঞ্চলের প্রধান সুম্মা কিস্কুকে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি। পরে আলোচনার মাধ্যমে প্রধান আশ্বাস দেন সাত দিনের মধ্যে সোলার পাম্পের কাজ শুরু করা হবে। তার প্রায় ২ ঘন্টা পরে দুপুর ১টা নাগাদ ঘোরাও উঠে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here