
আমাদের ভারত, ২৯ মে: দেশ জুড়ে পঞ্চম দফায় লকডাউন ঘোষণা হবে কিনা এখন স্পষ্ট নয়। তবে পয়লা জুন থেকে দেশবাসীর জীবনে একাধিক জিনিস পালটে যেতে চলেছে। তার মধ্যে রেল-বাস, রেশন কার্ড এবং বিমান পরিষেবা সংক্রান্ত বেশকিছু বড় রকমের পরিবর্তন হতে চলেছে।
চতুর্থ দফার লকডাউনের শেষে যেমন বেশকিছু পরিষেবা শুরু হবে। ফলে কিছু জিনিসের যেমন দাম বাড়বে। আবার কিছু জিনিস সস্তা হতে পারে। পয়লা জুন বদলে যাওয়া জিনিসগুলি কি কি দেখুন এক নজরে…
আগামী পয়লা জুন থেকে দেশজুড়ে ২০০টি ট্রেন চলবে বলে ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। দেশের বিভিন্ন প্রান্তে বহু মানুষ আটকে রয়েছেন, তাদের কথা মাথায় রেখেই পয়লা জুন থেকে ২০০টি ট্রেন চলবে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানিয়েছেন, এই ২০০টি ট্রেন হবে নন এসি।
পয়লা জুন থেকে নতুন টাইমটেবিলের হিসেব অনুযায়ী ২০০টি ট্রেন চালানো হবে খুব তাড়াতাড়ি। তবে ট্রেনগুলির বুকিং সংক্রান্ত বিষয়ে কিছুই জানানো হয়নি এখনো পর্যন্ত।
এদিকে রেশন কার্ডের ক্ষেত্রেও পয়লা জুন থেকে নতুন স্কিম শুরু করতে চলেছে মোদী সরকার। এক দেশ এক রেশন কার্ড যোজনায় দেশের কুড়িটি রাজ্যে চালু হতে চলেছে এই স্কিম। এরপর থেকে এই কুড়িটি রাজ্যের মানুষ দেশের যেকোনও প্রান্তে যেকোনও সরকারি রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পের জন্য লাভবান হবেন গরিব মানুষরা।
শুরু হতে চলেছে গো এয়ার ফ্লাইট, বাজেট কেরিয়ার। গো-এয়ার সরকারি নির্দেশ নিয়ম মেনে পয়লা জুন থেকে আন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হতে চলেছে।
পেট্রোলের দাম বাড়তে চলেছে। চতুর্থ দফার লকডাউনেই বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে গণপরিবহন চালু করে দেওয়া হয়েছে। এর ফলে পেট্রোলের চাহিদা বাড়বে আর সেই কারণেই দাম বাড়বে পেট্রোলের বলে মনে করা হচ্ছে।