বাংলাকে পাকিস্তান করতে এরাজ্যের কিছু মানুষ চক্রান্ত শুরু করেছে, অভিযোগ রাহুল সিনহার

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ জানুয়ারি:
বাংলার কিছু মানুষ এরাজ্যকে পাকিস্তান বানাতে চাইছে। বুধবার নিজের বাসভবনে এই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, বাংলার কিছু অশুভ শক্তি বাংলাকে আবার পাকিস্তান বানাতে ফন্দি শুরু করেছে। যা কখনোই রাজ্যের মানুষ মানবে না। আমি একজন উদ্বাস্তু পরিবারের মানুষ। বাংলাদেশ থেকে সবফেলে মানুষ এইদেশে চলে এসেছেন। আমরা সেইকথা আজও ভুলিনি। তবে কিছু মানুষ বাংলাকে ফের পাকিস্তান তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।

তারপরেই তিনি বলেন, এদিন আমি নিজের বাড়িতে সরস্বতী পুজো করেছি। মায়ের কাছে প্রার্থনা জানালাম মা সবাইকে বুদ্ধি দাও। যাতে বাংলাদেশি উগ্রপন্থীদের কৌশল এরাজ্যের কিছু মানুষ দ্রুত বুঝতে পারেন। না হলে এরাজ্যের মানুষের ক্ষতি হবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here