রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের বরখাস্তের দাবি জানালেন সোমেন মিত্র

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২ মে: রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের বরখাস্তের দাবিতে সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার কলকাতায় তিনি বলেন, করোনা ডেথ অডিট কমিটি নিয়ে গত কয়েকদিন ধরে যে বিভ্রান্তি চলছে তা অত্যন্ত দুঃখের এবং ভয়ের। চিফ সেক্রেটারি জানিয়েছেন, করোনায় মৃত্যু সংক্রান্ত ডেথ সার্টিফিকেট দেবে এই কমিটি। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী নাকি এই কমিটি নিয়ে কিছুই জানেন না। গোটা রাজ্য জুড়ে এই অডিট কমিটি নিয়ে তোলপাড় চলছে। তাহলে কি এই কমিটিকে সামনে রেখে রাজ্যে করোনা মৃত্যুকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বলে প্রশ্ন তুলেছেন সোমেন মিত্র। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে না জানিয়ে যদি এ ধরণের কোনও কমিটি তৈরি হয়ে থাকে তাহলে চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারিকে অবিলম্বে সাসপেন্ড করা উচিত।

রাজ্যের বিরোধী দলগুলোর পক্ষ থেকে প্রথম থেকেই অভিযোগ করা হচ্ছে রাজ্য সরকার করোনা সংক্রান্ত তথ্য গোপন করছে। এরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে সঠিক কত জনের মৃত্যু হয়েছে তাও গোপন করা হয়েছে বলে অভিযোগ। এরকম অবস্থায় মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানান, তিনি এ ধরনের কোনও অডিট কমিটির কথা জানেন না। সোমেন মিত্রের দাবি, মুখ্যমন্ত্রীকে এই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *