প্রধানমন্ত্রীর ‘জনতা কারফিউ’কে স্বাগত জানিয়েও সমালোচনা সোমেন মিত্রর

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ২০ মার্চ: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ‘জনতা কারফিউ’-এর ডাক দিয়েছেন, নৈতিক কারণে তাকে উপেক্ষা করতে পারলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শুধু তাই নয়, বাধ‍্য হলেন স্বাগত জানাতে। বৃহস্পতিবার তাঁর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ‘জনতা কারফিউ’র ডাক দিয়েছেন। সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত এই ‘জনতা কারফিউ’ পালনের জন‍্য তিনি আহ্বান জানিয়েছেন।

মোদীর সেই আহ্বান ফেলতে না-পারলেও প্রদেশ কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার প্রশ্ন তোলেন ‘জনতা কারফিউ’ নিয়ে। তাঁর বক্তব‍্য, দিন আনি দিন খাই মানুষ জনতা কারফিউয়ে অসুবিধায় পড়বে। সোমেন মিত্র একথা বললেও নরেন্দ্র মোদী তাঁর ভাষণে, ‘জনতা কারফিউ’-এর তারিখে, দিন আনি দিন খাই মানুষের বেতন না-কাটার জন‍্য অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজনৈতিক বাধ‍্যবাধকতা থেকে গোমূত্র পান এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের করোনা ভাইরাস রুখতে ‘ভিটামিন ডি’ সংক্রান্ত বিতর্কিত মন্তব‍্যও বিবৃতিতে টেনে এনেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর কটাক্ষ, গেরুয়া শিবির এই দুটি বিষয়ের অবতারণা না-করলে ভালো করত।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here