
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৮ নভেম্বর: রাজ্যজুড়ে ওঠা ডিসেম্বরের জল্পনা নিয়ে আবারও মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, কয়লার টাকা যাদের পকেটে ঢুকেছে তারা সকলেই গ্রেপ্তার হবেন।
গত কয়েক মাস ধরে রাজ্য রাজনীতিতে জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ডিসেম্বরেই ঘটছে বড় কিছু। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বারবারই বলে আসছেন এমন কথা। বিরোধীদের অভিযোগ, তবে কি বিজেপিই নিয়ন্ত্রণ করছে ইডি, সিবিআইকে? এমন সব প্রশ্নের উত্তরে আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, সাংবাদিকরাই তো লিখেছেন ১২ তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্টে রক্ষাকবজ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমন আরও অনেক নেতার রক্ষাকবজ উঠে যাবে। আর তারপরেই একপ্রকার লাইন দিয়ে গ্রেপ্তার হবে শাসকদলের বেশকিছু তাবড় নেতা।
সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতির এমন বক্তব্যকে ঘিরে যথেষ্ট আলোড়ন ছড়িয়েছে রাজ্য জুড়ে। তবে কি ১২ ডিসেম্বরের পরেই ঘটছে সেসব ঘটনা? এদিন সুকান্তর এমন জোড়ালো বক্তব্যে সেই জল্পনা যেন স্পষ্ট হয়ে উঠেছে।