এবার সম্প্রীতি উড়ালপুলের পিলারে ফাটল, পরিদর্শনে পুলিশ, কেএমডিএ আধিকারিকরা

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৮ জানুয়ারি: সেতু ভাগ্যে এখনও শনির দশা রাজ্যের। ইতিমধ্যেই রাজ্যে ভেঙে পড়েছে দু’টি উড়ালপুল। ভেঙে পড়ার আশঙ্কায় বন্ধ দেওয়া হয়েছে টালা ব্রিজ। এবার ফাটল নজরে পড়ল মাত্র ১ বছর আগে উদ্বোধন হওয়া সম্প্রীতি উড়ালপুলে। তারপরেই উড়ালপুলটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, উড়ালপুলের ১২১ ও ১২২ নম্বর পিলারে ফাটল দেখা দিয়েছে৷ দুটি গার্ডারের মাঝেই ওই ফাটল দেখা গিয়েছে৷ প্রথমে স্থানীয় বাসিন্দারা পিলারে ফাটল দেখতে পান৷ খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে৷ একই সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কে়এমডিএ আধিকারিকরাও।

কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএর বিশেষজ্ঞ দল ইঞ্জিনিয়ার সহ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সম্প্রীতি উড়ালপুলের পিলারে ফাটল দেখা যাওয়ার পরই তড়িঘড়ি উড়ালপুলটি বন্ধ করে দিয়েছে প্রশাসন৷ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই উড়ালপুলের উপর দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে৷

প্রসঙ্গত, সাড়ে ৪ কিলোমিটার মা উড়ালপুলের পর দক্ষিণ শহরতলির মহেশতলায় তৈরি হয়েছে রাজ্যের দীর্ঘতম উড়ালপুল, দৈর্ঘ্য ৭ কিলেমিটার। ২০১৯ সালের ১১ জানুয়ারি শুক্রবার এর উদ্বোধন হয়। এই উড়ালপুল দিয়ে ১০ মিনিটে তারাতলার জিঞ্জিরাবাজার থেকে বাটা মোড়ে পৌঁছনো যায়, যা আগে লাগত ঘন্টাখানেকেরও বেশি। এদিকে উদ্বোধনের বছরখানেকের মধ্যেই সেই উড়ালপুলেই ফাটল দেখা দেওয়ায় এবার দক্ষিণ শহরতলিও কি পুরোনো দিনে ঘন্টাখানেকের যাত্রাপথে ফিরে যাবে, সেটাই প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *