“ছেলে ও শ্যালক রাজনৈতিক চক্রান্তের শিকার”, বললেন বনগাঁ পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ নভেম্বর: রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন ছেলে ও শ্যালক, সংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য।

প্রসঙ্গত উল্লেখ্য, ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টালিজেন্স, প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্যর ছেলে শুভ আঢ্য ও শ্যালক অমিত ঘোষকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক তাঁদের
অর্ন্তবর্তী জামিনে মুক্তি দেয়। এদিন এই গ্রেফতারি প্রসঙ্গে শংকর আঢ্য বলেন, গত জুলাই মাসের সাত তারিখে সোনা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে ডিআরআই। এরপর সেপ্টেম্বর মাসে ডিআরআই দফতর থেকে একটি নোটিশ আসে শুভর নামে। সেই নোটিশ অনুয়ায়ী তদন্তকারী অফিসে দেখা করে শুভ। সেখানে তদন্তকারী অফিসারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় শুভ। বৃহস্পতিবার তৃণমূল নেতার শ্যালক অমিত ঘোষকে তলব করে তদন্তকারী অফিসাররা। মামার সঙ্গে সেখানে গেলে অমিত ও শুভকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে কোনো প্রমাণ না পাওয়ায় বিচারক তাঁদের অর্ন্তবর্তী জামিনে মুক্তি দেয়।

এই প্রসঙ্গে শংকরবাবু বলেন, গোটা ঘটনাটা বিরোধী দলের রাজনৈতিক চক্রান্ত। এই ঘটনায় তৃণমূলের এক অংশ মদত দিচ্ছে বলে অভিযোগ করেন বনগাঁ পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য।

এবিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, কে চক্রান্ত করেছে তাঁর জবাব দেবে তদন্তকারী অফিসাররা। নাম না করে শংকর আঢ্যের উদ্দেশে তিনি বলেন, দোষ করবেন উনি ধরা পড়বে অন্য কেউ। তদন্ত চলছে ঠিক ধরা পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *