জামাইকে খুন করে সেপটিক ট্যাঙ্কে পুঁতল শ্বশুড় বাড়ির লোকেরা, কুশমন্ডিতে গ্রেপ্তার পাঁচ, ত্রিকোণ প্রেমের জের মনে করছে পুলিশ

আমাদের ভারত, বালুরঘাট, ৭ মার্চ: জামাইকে খুন করে টানা সাতদিন সেপটিক ট্যাংকের মধ্যে পুঁতে রাখার অভিযোগ। কুশমন্ডির বানিহারী এলাকার ঘটনায় চাঞ্চল্য। শ্বশুর শাশুড়ি সহ গ্রেপ্তার পাঁচ। তদন্তে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সোহেল রানা। কুশমণ্ডির খুঁটিপুকুর এলাকায় বাসিন্দা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে। জানাগিয়েছে, কয়েকমাস আগে দিল্লিতে কাজে গিয়ে সেখানে সুলতানা রাজিয়াকে বিয়ে করে সোয়েল রানা। বর্তমানে তাদের একটি ছোট কন্যা সন্তানও রয়েছে।
অভিযোগ, কিছুদিন আগে কুশমন্ডিতে তাঁর দাদুর বাড়িতে এসেছিল সোহেল। সেখান থেকে শাশুড়ি জ্যোৎস্না বেগম তাঁকে বাড়িতে ডেকে নিয়ে যায়। যেখানেই জামাইকে খুন করে সেপটিক ট্যাংকের নিচে পুঁতে রাখা হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে শনিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গ্রেফতার করা হয় ৫ ব্যক্তিকে। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান স্ত্রীর কোনো প্রেম থেকেই এমন ঘটনা।

কুশমন্ডি থানার পুলিশ জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করে তদন্তে নামা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here