
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ: নাতিকে বাঁচাতে বাবার বাঁশের আঘাতে মৃত্যু হল ছেলের। পারিবারিক অশান্তি থামাতে গিয়ে রাগের মাথায় ছেলের মাথায় বাঁশদিয়ে আঘাত করল বাবা, এর ফলে মৃত্যু হয় ছেলের। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের গড় রাধানগর অঞ্চলের কেয়াঝুড়ি এলাকায়। মৃত ব্যক্তির নাম মৃন্ময় পরামাণিক। অভিযুক্ত বাবার নাম গুই পরমাণিক।
ঘটনায় জানা যায় মদ্যপ অবস্থায় প্রত্যেক দিন পরিবারে অশান্তি করতো ছেলে, এমনকি বাবা মায়ের ওপরও হাত তুলত বলে দাবি পরিবারের। শনিবার তেমনি ভাবে অশান্তি করছিল ছেলে। এমনকি ওই মৃন্ময় পরামানিক তার ছেলেকে মারতে উদ্ধত হলে মৃন্ময় পরমাণিকের বাবা গুই পরমানিক বাধা দেয় এবং বচসায় জড়িয়ে পড়ে। এরপর রাগের মাথায় গুই পরমাণিক তার ছেলে মৃন্ময় পরমানিকের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এরফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। অনিচ্ছাকৃত এই মৃত্যুর ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ।মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মৃতদেহ সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি সমস্ত দিক খতিয়ে দেখছে তারা।