স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ জুন:
নেশার টাকা না পেয়ে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল ছেলে। শাশুড়িকে বাঁচাতে এসে গুরুতর যখন হলেন বৌমাও। নদিয়ার চাকদহের বালিয়া ডাঙার বাসিন্দা সুকুমার বিশ্বাস বৃহস্পতিবার তার মা নির্মলা বিশ্বাসের কাছে নেশার জন্য টাকা চাইলে তা দিতে অস্বীকার করে মা। অভিযোগ, এর পরই মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় সুকুমার। পরে আশঙ্কাজনক অবস্থায় নির্মলা দেবীকে হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার তার মৃত্যু হয়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।