
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ জানুয়ারি: মকরস্নান করতে গিয়ে বিপত্তি। সুবর্ণরেখায় তলিয়ে গেল ছেলে। ভাগ্নীকে উদ্ধার করা হলেও অবস্থা গুরুতর।
মানিকপাড়ার বালিভাসা থেকে নয়াগ্রামের রামেশ্বরে ঘুরতে যাচ্ছিলেন প্রণব মাহাত ও তার পরিবার। যাওয়ার পথে নয়াগ্রাম থানার দেউলবাড়ে সুবর্ণরেখা নদীর জল দেখে মকরস্নান করতে ইচ্ছে হয় প্রণব বাবুর। তিনি ছেলে সুমন মাহাত (৯) ও ভাগ্নীকে নিয়ে স্নান করতে নামেন। স্নান করতে করতে হঠাৎ সুমন ও ভাগ্নী তলিয়ে যায়। পরে ভাগ্নীকে উদ্ধার করা গেলেও সুমনকে এখনো পাওয়া যায়নি।
উদ্ধারকার্য শুরু করেছে পুলিশ। স্থানীয় মানুষ জাল ফেলে খোঁজ শুরু করেছে। প্রথমিক ভাবে ধারণা বালি তোলার গর্তে ঢুকে গিয়ে থাকতে পারে। ঘটনায় শোকের ছায়া।