দিঘার হোটেল থেকে নিখোঁজ সোনারপুরের গৃহবধূ

আমাদের ভারত, দিঘা, ২১ জানুয়ারি : দিঘায় ঘুরতে এসে নিখোঁজ হলেন বছর চৌত্রিশের গৃহবধূ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহর দিঘায়। নিখোঁজ গৃহবধূর নাম জয়ন্তী রায়। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের বাগুইপাড়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ জানুয়ারি রায় পরিবার বেড়াতে এসেছিলেন দিঘায়। নিউ দীঘার একটি বেসরকারি হোটেলে দুটি রুম নিয়েছিলেন নিখোঁজ জয়ন্তি রায় ও তার স্বামী সহ পরিবারের সদস্যরা। রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ মহিলার স্বামী সুজিত রায় দেখেন ঘরের মধ্যে তার স্ত্রী নেই। প্রথমে ভাবেন পাশের ঘরে গেছে। এই ভেবে আবার ঘুমিয়ে পড়েন। ঘন্টা খানেক পর উঠে দেখেন স্ত্রী তখনও ঘরে আসেনি। পাশের রুমে খোঁজ নিতে গিয়ে দেখেন ওখানেও নেই। তারপর হন্যে হয়ে খুঁজে বেড়ান স্ত্রীকে। কোথাও না পেয়ে শেষে রবিবার দিঘা থানার পুলিশের দ্বারস্থ হন। স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন স্বামী সুজিত রায়। ঘটনার পর থেকে দিঘা থানার পুলিশ তদন্তে নেমেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here