বাবাকে খুনের অভিযোগে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালত

আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জানুয়ারি: বাবাকে খুনের অভিযোগে ছেলেকে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মেদিনীপুর জেলা আদালতের ফাস্টট্রাক ফাস্ট কোর্ট। বাবা বুধু রাউত খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় তার ছেলে স্বপন রাউত। বৃহস্পতিবার মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্রাক ফাস্ট কোর্টের বিচারক ৩০২ ধারায় বাবাকে খুন করার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া স্বপন রাউতকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন বলে জানালেন সরকার পক্ষের আইনজীবী দেবাশিস মন্ডল। তবে বুধু রাউতের স্ত্রী কচি রাউতকে আদালত বেকসুর খালাস করে দিয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার ডাকা গ্রামের বুধু রাউতকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে তার ছেলে স্বপন রাউৎ বলে অভিযোগ। এরপর পুলিশ তদন্তে নেমে মৃতের স্ত্রী ও ছেলেকে গ্রেপ্তার করে। ১৭ জন সাক্ষী ওই ঘটনায় সাক্ষ্যদান করে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার স্বপন রাউতকে দোষী সাব্যস্ত করে আদালত। বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় মেদিনীপুর জেলা আদালতের ফাস্ট ট্রাক ফাস্ট কোর্টের ভারপ্রাপ্ত বিচারক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here