দিঘায় জোয়ারের জল টপকাল গার্ডওয়াল

আমাদের ভারত, দিঘা, ৫ জুলাই: দিঘায় সমুদ্রের ঢেউ গার্ডওয়াল টপকে সৈকত সরণিতে। পূর্ণিমার জোয়ারে উত্তাল সমুদ্র। সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা থাকলেও এই ঢেউ উপভোগ করতে পর্যটকদের ভিড় সমুদ্রের ধারে।
লকডাউনের বাধা কাটিয়ে অবশেষে দিঘার সমস্ত হোটেল খুলে গিয়েছে। বিধিনিষেধ শিথিল করার ফলে বেশ কিছু পর্যটক আসা শুরু হয়েছে দিঘায়। যদিও খুব ভিড় এখন নেই। তবে করোনার আতঙ্ককে উপেক্ষা করে বেশ কিছু পর্যটক আসা শুরু করেছে দিঘায়।

শনি ও রবিবার ছুটিতে কিছুটা পর্যটকের দেখা গেল। তার সাথে আজ আবার পূর্ণিমার ভরা জোয়ার। জোয়ারের ফলে উত্তাল সমুদ্রের ঢেউ গার্ডওয়াল টপকে উপচে পড়ল সৈকত সরণিতে। সেই ঢেউ উপভোগ করতে ভিড় জমিয়েছিল পর্যটকরা। আজ রবিবার সকাল থেকেই ঝির ঝিরে বৃষ্টি শুরু হলেও কিছুক্ষণ পরে বৃষ্টি থামার পরে পর্যটকরা সমুদ্রের ঢেউ দেখতে বেড়িয়ে পড়ে। দীর্ঘদিন পরে আবার যেন সেই চেনা ছন্দে ফিরতে চলেছে সমুদ্র সুন্দরি দিঘা। সমুদ্রে নামতে নিষেধ করার পাশাপাশি পুলিশের টহল ছিল দিঘায়। সমুদ্রে না নামতে পারলেও সমুদ্রের ভয়ঙ্কর সুন্দর রূপ উপভোগ করেছেন পর্যটকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *