
আমাদের ভারত, হুগলী, ৪ ফেব্রুয়ারি: আর কয়েক মাস, তারপর রাজ্যে জুড়ে পৌরসভা ভোট। আর এই পৌরসভা ভোটকে সামনে রেখেই মাঠে নেমে পড়েছে শাসক থেকে বিরোধী। শাসক দল সিএএ’র প্রতিবাদে পথে নেমে জন সমর্থন জোগাড় করছে। বাদ যাচ্ছে না বিরোধী দলগুলিও।যেমন আজ রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্রা ও ১৬ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি অভিজিৎ দাসের নেত্রীতে বিরাট মোমবাতি ও কালো ব্যাচ পরে এনআরসি ও সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়ে গেল। ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ভাষাভাষীর লোকজন এই মিছিলে ভিড় জমিয়েছিল।
পৌরপ্রধান বিজয়সাগর মিশ্রা বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বলেছেন আমাদের রাজ্যে এই সব লাগু হচ্ছে না আর হবেও না।আমরা সমস্ত ভাষাভাষীর মানুষ নিয়ে বসবাস করি।আমরা শান্তি চাই হিংসা নয়।আর দেশের একটি রাজনৈতিক দল দাঙ্গা বাধানোর জন্য এই এনআরসি থেকে সিএএ কার্যকরী করানোর চেষ্টা করছে। ১৬ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি অভিজিৎ দাস বলেন, টাক মাথা অমিত শা মানুষের মধ্যে বিভেদ লাগাতে চাইছে। মানুষকে নিজের মত প্রকাশ করতে দিচ্ছে না কেন্দ্রের শাসক দল।পার্কসার্কাসে অনশনরত মহিলার মৃত্যুর জন্য সায়ন্তন বসু বলেন, ওই মহিলা বাংলাদেশি না ভারতীয় তা আগে দ্যাখা হোক এই বিষয়ে অভিজিৎ দাস বলেন, সায়ন্তন বসু যা বলেছেন তা একবার নিজেই ভেবে দেখুক ওনাদের ভোটেই কেন্দ্রের সরকার গঠন হয়েছে।