পরিবেশ দূষণ রুখতে কলকাতা শহরজুড়ে গাছ লাগানোর কর্মসূচি নিলেন যুবমোর্চার রাজ্যসভাপতি সৌমিত্র খাঁ

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৪ জুন: পরিবেশ দূষণ রুখতে এবার কলকাতার পাশাপাশি রাজ্যজুড়ে গাছ লাগানোর কর্মসূচি নিল রাজ্য বিজেপি। প্রসঙ্গত, চলতি সপ্তাহে হাওড়ায় দিলীপ ঘোষ জানিয়েছিলেন রথের দিন রাজ্যজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি নেবে রাজ্য বিজেপি। রথের দিন আমাদের গাছ লাগাবার একটা প্রচলিত রীতি রয়েছে। আফানের তান্ডবে বহু গাছ পড়ে গেছে। তাই প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে কলকাতা শহরের পাশাপাশি রাজ্যজুড়ে গাছ লাগানোর আহ্বান রাজ্যের মানুষের কাছে জানিয়েছেন দিলীপ ঘোষ।

দলের রাজ্য সভাপতির এমন আহ্বানে সাড়া দিয়ে শহর কলকাতায় গাছ লাগানের কর্মসূচি নিল রাজ্য যুবমোর্চা। বৃহস্পতিবার কলকাতার পাটুলিতে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছেন যুবমোর্চার রাজ্য সভাপতি সাংসদ সৌমিত্র খাঁ। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বক্ষরোপণ করেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুবমোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ। বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করে সৌমিত্র খাঁ বলেন, সংগঠনকে রাজনৈতিক কর্মসূচির পাশে সামাজিক কর্মসূচিও নিতে হবে। আমফানের তান্ডবে কলকাতা শহরে বহু গাছ ভেঙ্গে পড়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই আমাদের গাছ লাগাতে হবে বলে জানান সৌমিত্র খাঁ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here