ডবল ডবল চুরি! রাজ্যে বউমার ও দিল্লিতে শালিকার চুরি, মেনকা গম্ভীরের ইডি তলব প্রসঙ্গে নবান্ন অভিযানের আগে তোপ সৌমিত্রর 

জয় লাহা, দুর্গাপুর, ১২ সেপ্টম্বর: ‘ডবল ডবল চাকরি দিচ্ছে। এবার ডবল ডবল চুরি। বউমা চুরি করছে, শালিকাও চুরি করছে। রাজ্যে বেয়ান চুরি করছে, দিল্লির বেয়ান চুরি করছে।’ সোমবার নবান্ন অভিযানের ডাকে দুর্গাপুরে বিজেপির মিছিল থেকে মেনকা গম্ভীরের ইডি তলবের প্রতিক্রিয়ায় এভাবেই তোপ দাগলেন বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ। একই সঙ্গে রাজ্যের পুলিশকে ‘তৃণমূলের চোর পুলিশ’ বলে কড়া ভাষায় আক্রমন করলেন তিনি। 

প্রসঙ্গত, রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান কর্মসূচি। ইতিমধ্যে অশান্তি রুখতে গোটা নবান্ন চত্ত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তার আগে নবান্ন অভিযান কর্মসূচি সফল করতে সোমবার দুর্গাপুর স্টেশন বাজারে বিজেপির মিছিল ছিল। ওই মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সহ সভাপতি সৌমিত্র খাঁ। সম্প্রতি কয়লা কান্ডে ইডি’র জেরার মুখে পড়েছে তৃণমূল সাংসাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর। সোমবার রাত সাড়ে ১২ টায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এসেছিলেন মেনকা গম্ভীর। আর তাই নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যে বিরোধীদের বাক্যবানে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার কয়লা কান্ডে মেনকা গম্ভীরের ইডি তলব প্রসঙ্গে কড়া ভাষায় আক্রমন করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

তিনি বলেন, “ডবল ডবল চাকরির পর, এবার ডবল ডবল চুরি। বউমা চুরি করছে, দিল্লিতে শালিকা চুরি করছে। রাজ্যে বেয়ানের চুরি, দিল্লিতে বেয়ানের চুরি। রাজ্যে চুরি করার নতুন নিদর্শন।” তিনি বলেন,
“নবান্ন অভিযান করে বাংলার মানুষকে দেখাতে চাই, ডবল ডবল চুরি।” গতবারের নবান্ন অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পুলিশ নয়, রাজ্যে তৃণমূলের চোর পুলিশ বরাবরই দাঁড়িয়ে থাকে রাস্তায়। আটকাতে হবে বিজেপিকে। আমাদের লড়াই রাস্তায় নেমে হবে। আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে চাই। চোরেদের ছেদ করে এগিয়ে যেতে হবে। চুরি বন্ধ করতে হবে।” 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *