জে মাহাতো, মেদিনীপুর, ১০ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির গঠন এবং তা ঘোষনা করা হলো রবিবার। আজ মেদিনীপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী এক সাংবাদিক বৈঠকে তৃণমূল ছাত্র পরিষদের জেলা কমিটির নেতৃত্বদের নাম ঘোষনা করেন। জেলার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সৌরভ চক্রবর্তী। এছাড়াও সহ সভাপতি রয়েছেন ৬ জন, সাধারণ সম্পাদক হয়েছেন ১৬ জন এবং সম্পাদক নির্বাচিত করা হয়েছে ২৮ জনকে। মোট ৫১ জনের জেলা কমিটি গঠন করা হয়েছে বলে জানান সৌরভবাবু। এছাড়াও জেলার ২১টি ব্লকের সভাপতি, সহ সভাপতি এবং ৭টি পৌর এলাকার সভাপতি ও সহ সভাপতির নাম ঘোষনা করা হয়।