সামাজিক মাধ্যমে সমালোচিত সৌরভ

অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৮ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে ইস্পাত তৈরির কারখানা করার কথা মাদ্রিদে ঘোষণা করায় রীতিমত সমালোচিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেসবুকে বেশ কয়েকটি পোস্ট করা হয়েছে। প্রতিঠিতেই জমেছে সমালোচনা। এমনকি তাঁর অনুগামীদের গ্রুপ, ‘মহারাজের দরবারে‘ সোমবার বেলা ১টায় লাইক, মন্তব্য ও শেয়ার এসেছে যথাক্রমে ৪ হাজার ৪০০, ৬২৬ ও ১১৫। মন্তব্যের সিংভাগই নেতিবাচক।

সুজিত ঘোষ লিখেছেন, “স্পেনের শিল্পপতি!” পলাশ হাজরা লিখেছেন, “সিঙ্গুরে কারখানা ওই জন্যে তুলে দেওয়া হয়েছে।” সুছন্দা স্নিগ্ধা লিখেছেন, “কুনালের দাদা, পিসির ভাই।” রাজু জোৎদার লিখেছেন, “এ পর্যন্ত যেটুকু মান সম্মান অর্জন করেছিলেন শেষ বয়সে সেটা নষ্ট করে দিচ্ছেন নিজের হাতে, এটাই হয়তো নিয়তির খেলা।”

সুশান্ত সরকার লিখেছেন, “দাদা একটা কথা শুনতে খারাপ হলেও সত্য কি না বলুনতো ওনার সঙ্গে যে বা যারা গেছে তাঁদের মান সন্মান বলে কিছু আছে? সরকারে থাকা অবস্থায় ডজন ডজন মন্ত্রী নেতা জেলে।“

সোমনাথ ঘোষ লিখেছেন, “উনি হয়তো নির্লজ্জ নির্লিপ্ত কিন্তু আমাদের মতো ভক্তরা আজ সত্যিই খুব লজ্জিত।” সুশান্ত সরকার আরও লিখেছেন, “দাদা আপনাকে মন প্রাণ দিয়ে ভালো বাসতাম কিন্তু আপনি একবারও ভাবলেন না যে যাদের জন্য সুদূর সেই বিদেশে গিয়ে শিল্প ঘোষণা করলেন তারা ৮০০ দিন ধরে বসে থাকা মানুষগুলোর চাকরি চুরি করেছে ,উনি ৯৮% তৈরী শিল্পকে তাড়িয়েছে?”

সুভাষ সেন লিখেছেন, “লোভে পাপ পাপে মৃত্যু, বোধ হয় ভুলে গেছে। যে টুকু সন্মান ছিল সেটাও ধূলায় লুটাবে।” নিত্যানন্দ সরকার লিখেছেন, “মহারাজ এখন চোরেদের দরবারে।” বিদ্যুৎ বিশ্বাস লিখেছেন, “মহারাজ এখন স্পেনে শিল্প আনতে গেছে মমতার সাথে, শিল্প তো নয় মনোরঞ্জন করতে গেছে কোটি কোটি টাকা খরচ করে।” অরিন্দম দে লিখেছেন, “আপনাকে গ্রেগ চ্যাপেলই সবথেকে ভালো করে চিনেছিলো।”

সুমন মণ্ডল লিখেছেন, “ব্যক্তি স্বার্থ ছাড়া সৌরভ গাঙ্গুলি আর কিছু বোঝে না। ধান্দাবাজ মানুষ।” চিরঞ্জীব মুখার্জি লিখেছেন, “সিপিএমের সাথেও ধান্দাবাজি করেছে। গ্রেগ চ্যাপেল, বিরাট কোহলি, বিসিসিআই, বিজেপি লোক চিনতে ভুল করেনি। ক্রিকেট ক্যাপ্টেন হিসাবে সন্মান করি। কিন্ত মানুষ খুব খারাপ।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here