নিয়োগ দুর্নীতিতে জড়িত নেতার সাথে ঘনিষ্ঠতা দক্ষিণ দিনাজপুরের যুব নেতার, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৪ মার্চ: নিয়োগ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতা শান্তনু ব্যানার্জির সাথে ঘনিষ্ঠতা দক্ষিণ দিনাজপুরের যুব সভাপতির। ভাইরাল ভিডিও নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। ঘটনার কথা স্বীকার জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকারের। এদিকে ওই যুব নেতার ভাইয়ের চাকরি বাতিলের ছবি পোস্ট করে জোর কটাক্ষ করেছেন বিজেপির যুব নেতা ও রাজ্য সভাপতি।

“দুর্নীতির বহর দেখে মাউন্ট এভারেস্টকেও অযোধ্যা পাহাড় মনে হচ্ছে” নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আদালতে পেশ করে এমনই দাবি করেছে ইডি। এদিকে একের পর এক বিস্ফোরক তথ্য হাতে পাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারই মাঝে এবারে সেই শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সাথেই ঘনিষ্ঠতার ভিডিও ভাইরাল দক্ষিণ দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতির। যে ভিডিওতে দেখা যাচ্ছে ওই দুর্নীতিগ্রস্থ নেতাকে পাশে নিয়েই খোশমেজাজে অম্বরিশ সরকার তার জন্মদিন পালন করছেন। পুরুলিয়ার বাঘমুন্ডিতে অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানটি বলে জানিয়েছেন যুব নেতা।

২০২২ সালের সেই ভিডিও এদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো আলোড়ন পড়ে যায় গোটা দক্ষিণ দিনাজপুর জেলায়। শুধু তাই নয়, কয়েকদিন আগে রাজ্যজুড়ে গ্রুপ সির যে চাকরি বাতিলের তালিকা প্রকাশিত হয় সেখানেও নাম উঠে আসে অম্বরিশ সরকারের নিকট আত্মীয়র। সমরেশ সরকার নামে ওই ব্যক্তি যুব নেতার কাকাতো ভাই বলেই পরিচিত, এমনটা উল্লেখ করে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় বিজেপির তরফে। জেলা যুব সভাপতির বিরুদ্ধে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এমন সব পোস্ট ভাইরাল হতেই রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে দলের কর্মীদের মধ্যেও। আর যাকে ঘিরে কার্যত অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।

এদিকে এই নিয়োগ দুর্নীতির পিছনে আরো বড় বড় রাঘব বোয়ালরা যে জড়িত রয়েছে একদিন আগে একটি সাংবাদিক বৈঠক করে তারই ইঙ্গিত দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তার কথায়, শান্তনু একজন ফড়ে মাত্র। তার ফেসবুক খুললেই দেখা যাবে এই দুর্নীতির সাথে আর কে কে জড়িত রয়েছে। আর এরপরেই এই ভিডিও সামনে আসতেই গুঞ্জন শুরু হয়েছে সব মহলেই। যদিও অম্বরিশ সরকারের দাবি, শান্তনু দার সাথে তার পরিচয়ের কথা তিনি অস্বীকার করতে পারবেন না। পুরুলিয়াতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই তার জন্মদিন পালন করা হয়েছিল। তারপর যে এমন ঘটনা ঘটবে তা তিনি ভাবতে পারেননি।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, একটা ফড়ের কাছে যদি এত পরিমাণ টাকা উদ্ধার হয়, তাহলে মাথাদের কাছে কত টাকা মিলবে। ইন্টারনেট ঘাঁটলেই বোঝা যাবে কার কার সাথে যুক্ত শান্তনু।

ঘটনা নিয়ে আক্রমণ শানিয়েছেন বিজেপির যুব নেতা শুভ চক্রবর্তীও। তাঁর কথায়, জেলা তৃণমূলের যুব সভাপতি নিজেও এই নিয়োগ দুর্নীতিতে জড়িত। আগামীতে তাকেও ইডি ডেকে পাঠাবে। ঘটনা সকলের কাছে প্রকাশ্যে আসবে।

জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার জানিয়েছেন, শান্তনুর বিষয়টি আদালতের বিচার্য বিষয়। তাই এই নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। তবে কারো সাথে ছবি থাকার বিষয় নিয়ে অবশ্য তিনি কোনো অপরাধ দেখছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *