আগুইবনিতে নতুন লাইব্রেরির উদ্বোধন করলেন পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ জানুয়ারি: ঝাড়গ্রাম জেলার আগুইবনিতে নতুন লাইব্রেরি উদ্বোধন করলেন এবং সাথে দিয়ে আসা কথাও রাখলেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর। আজ সোমবার দুপুরে ঝাড়গ্রাম থানার আগুইবনি হাইস্কুলে নতুন লাইব্রেরির উদ্বোধন করলেন পুলিশ সুপার নিজে।

২০১৯ সালে আগুইবনি সর্বজনীন দুর্গাপূজা উদ্বোধনে করতে এসেছিলেন ঠিক সেই সময় গ্রামবাসীরা আবেদন করেছিলেন আগুইবনি গ্রামে একটা লাইব্রেরির প্রযোজন সেটা যদি তিনি করে দেন তাহলে ভালো হয়। সেই সময় লাইব্রেরি তৈরির আশ্বাস দিয়েছিলেন পুলিশ সুপার। সেই কথা রাখতে স্কুলের মধ্যে একটি ঘরে পড়ুয়া ও গ্রামবাসী সকলের জন্য নতুন লাইব্রেরি চালু করলেন। যার সমস্ত খরচ বহন করবে ঝাড়গাম জেলা পুলিশ।

আপাতত লাইব্রেরিতে দুটি আলমারি এবং ১২৫টি বই রয়েছে। যাতে পাঠ্যপুস্তক এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বই রয়েছে। এদিন পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর বলেন দুর্গাপূজার সময় আমি যখন এসেছিলাম তখন গ্রামবাসীদের কথা দিয়েছিলাম এখানে লাইব্রেরি তৈরি করে দেবো। সেই কথা রাখতে পেরে আমি খুব খুশি। এছাড়া এলাকার আগ্রহী কোন যুবক প্রতিয়োগিতা মূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চায় তাহলে আমাদের পাশে আবেদন করলে তাদের জন্যও আমরা সবরকম ব্যবস্থা করব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here