মাস্ক না পরে বাইরে বেরলে গ্রেফতারের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশ সুপার দিনেশ কুমারের

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুন:
মাস্ক না পরে বাইরে বেরলে গ্রেফতারের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দিনেশ কুমার। শুক্রবার সন্ধ্যায় তিনি এক সাংবাদিক সম্মেলনে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বলেন বারবার সতর্ক করা সত্ত্বেও বহু মানুষ এখনো মাস্ক না পরেই রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। পুলিশ তাদের তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। তাদের সতর্ক ও সচেতন করছে পুলিশ।

জেলায় ১১৭ জন সক্রিয় করোনা রোগী থাকায় জেলা প্রশাসনের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরও সবদিকে কড়া নজর রাখছে। পুলিশ সুপার জানান, আক্রান্তদের মধ্যে শতাধিক পরিযায়ী শ্রমিক রয়েছেন। জেলার পুলিশ কর্মীদের মধ্যে এখনো পর্যন্ত একজনের করোনা সংক্রমণের খবর না থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। জেলা পুলিশ আন্তরিকভাবেই করোনা মোকাবিলার পাশাপাশি আইনশৃঙ্খলার দিকেও নজর রাখছে। নাকা চেকিং চলছে জেলাজুড়ে।

কয়েকদিন আগে ডেবরা থানা এলাকার শ্রীরামপুর নাকা পয়েন্টে পুলিশ আলুবোঝাই গাড়ি থেকে এক ক্যুইন্টালেরও বেশি গাঁজা আটক করেছে। গ্রেফতার করা হয়েছে একজনকে। বাকি পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *