দিঘায় করোনা নিয়ে বিশেষ সতর্কতা, বিদেশি ও ভিন রাজ্যের পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা

আমাদের ভারত, দিঘা, ১৫ মার্চ: করোনা আটকাতে এবার বিশেষ সতর্কতা দিঘাতে। সৈকত শহর দিঘায় বেড়াতে আসা ভিন রাজ্যের পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করল প্রশাসন। পার্শ্ববর্তী রাজ্য ওড়িষার দিঘার নিকটবর্তী সীমানায় বিশেষ নাকা চেকিং ও নজরদারি জোরদার করা হয়েছে। 

পর্যটন কেন্দ্র হওয়ায় দিঘায় প্রায়ই বহু পর্যটকের সমাগম ঘটে। তাই দিঘায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ওড়িশা বাংলার সীমানায় দিঘা থানা ও রামনগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নাকা চেকিংয়ের সঙ্গে সচেতনতা শিবিরও চালু  করেছে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর। যেসব পর্যটক ভিন রাজ্য এবং বিদেশ থেকে দিঘায় বেড়াতে আসছেন তাঁরা কোনও ভাবে ভাইরাসে সংক্রমিত আছেন কি না সেটা পরীক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা করে কোনও রকম কিছু পাওয়া গেলে তাঁদের জন্য দিঘা স্টেট জেনারেল হাসপাতালে এবং তমলুক জেলা হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার থেকেই দিঘা সীমানায় শুরু হয়েছে এই চেকিং। নাকা চেকিং লাগাতার চলবে বলেই জানানো হয়েছে। প্রাশসন সূত্রে জানা যাচ্ছে, সমস্ত বিষয়টির দিকে বিশেষ নজরদারি করা হচ্ছে। আগামীদিনে সমুদ্রসৈকতে একসঙ্গে একাধিক মানুষের জমায়েত নিষিদ্ধ করা হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here