করোনা আক্রান্ত শিশুদের জন্য আগে থেকেই বিশেষ ব্যবস্থা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জুন: করোনার তৃতীয় ঢেউ এই দেশে আছড়ে পড়লে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। সেই অভিমত মাথায় রেখে এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন থেকেই শিশুদের জন্য উন্নতমানের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে।

জানা গেছে, সংক্রমিত শিশুদের চিকিৎসার জন্য এই মেডিকেল কলেজে পর্যায়ক্রমে ১০০টি শয্যা প্রস্তুত করা হবে। প্রথম পর্যায়ে আপাতত ৩৬টি শয্যা প্রস্তুত করা হচ্ছে। যেখানে এসএনসিইউ, এইচডিইউ এবং অক্সিজেন পরিষেবাযুক্ত ১২টি করে শয্যা থাকছে। এসএনসিইউ এর পাশাপাশি ৬টি শয্যা নিয়ে নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিট (NICU) এবং ৬টি শয্যা নিয়ে পেডিয়্যাট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU) তৈরী করা হচ্ছে বলে জেলাশাসক ডঃ রশ্মি কোমল জানিয়েছেন। আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগ নিয়ে জেলাশাসকের নেতৃত্বে চিকিৎসা পরিষেবার সংগে যুক্ত আধিকারিকদের একটি জরুরি বৈঠক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *