
আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: খাকুড়দা বিজ্ঞান-প্রযুক্তি মিলন মঞ্চের উদ্যোগে খন্ড গ্রাস সূর্যগ্রহণের দৃশ্য মানুষের কাছে তুলে ধরার জন্য একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় বড়মোহনপুর হাই স্কুল মাঠে।এদিন এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা এই দৃশ্য দেখতে হাজির হন। চোখের যাতে ক্ষতি না হয় সে জন্য বিশেষভাবে তৈরি মাইলার ফিল্মের চশমার সাহায্যে এই গ্রহণ দেখানো হয়। এছাড়াও সূর্য গ্রহণের দরুন রটানো কুসংস্কার গুলির বিরুদ্ধে মাইকিং করে এলাকার বাসিন্দাদের সচেতন করা হয়।
জেলার বিভিন্ন অঞ্চলে সূর্য গ্রহণ সম্পূর্ণভাবে দেখা না গেলেও প্রতিটি স্থানে এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কারণ একশ বাহাত্তর বছর পর এই মহাজাগতিক দৃশ্য দেখা গেল। সকাল ৮:২৬ মি: থেকে ১১:৩২ পর্যন্ত এই দৃশ্য দেখা যায়। তাই ক্ষণিক স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য মানুষের আগ্রহ একটু বেশি ছিল। সকাল থেকে মেঘলা আকাশ ছিল। তাই মাঝেমধ্যে সূর্যের যেটুকু উঁকিঝুঁকি দেখা গেছিল সেই সময়টুকু সূর্যগ্রহণ দেখতে পায় জেলাবাসী। তবে মোটের উপর এই মহাজাগতিক দৃশ্য দেখতে পেয়ে খুশি ছোট থেকে বড় সবাই।
এদিন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকেও বিরল মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ পর্যবেক্ষন শিবিরের আয়োজন করা হয়। মেদিনীপুর স্টেশন সংলগ্ন চার্চের মাঠ সহ জেলায় পঁচিশটি জায়গায় এই শিবির করা হয়। চার্চের মাঠে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর ঘাঁটা, জেলা সভাপতি অধ্যাপক দেবাশীষ আইচ, শিক্ষক অতীন্দ্রনাথ বেরা।