করোনা সংক্রমণ রুখতে উলুবেড়িয়া পুরসভায় বিশেষ বৈঠক

আমাদের ভারত, হাওড়া, ২৩ নভেম্বর: শীতের শুরুতেই করোনার আবার ঊর্ধ্বমুখী উলুবেড়িয়া পুরসভা এলাকায়। চিন্তার ভাঁজ আধিকারিকদের কপালে। আর শীতের এই মরসুমে করোনা সংক্রমণ যাতে বাড়তে না পারে সেই লক্ষ্যে সোমবার বিকেলে উলুবেড়িয়া পুরসভায় এক গুরুত্বপূর্ণ বৈঠক করল প্রশাসনিক আধিকারিকরা। এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িযা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলি, উলুবেড়িয়ার মহকুমাশাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, বোর্ডের অন্যতম সদস্য আব্বাস উদ্দিন খান, পুলিশ আধিকারিক,স্বাস্থ্য দফতরের কর্তারা।

পুরসভা সূত্রে খবর, পুজোর আগে পুর এলাকায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও পুজোর পর থেকে আবার করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। পুজোর আগে পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫ থাকলেও পুজোর পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭। সূত্রের খবর, এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয় পুর এলাকায় মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার উপর জোর দেওয়া হবে।

এই প্রসঙ্গে বিধায়ক ইদ্রিস আলি বলেন, মঙ্গলবার থেকেই এই ব্যাপারে পুরসভা ও পুলিশ প্রশাসন একযোগে প্রচার চালাবে।

উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস জানান, শীতের সময় সংক্রমণ বাড়লেও চিন্তার কোনও কারণ নেই পুরসভা প্রস্তুত আছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here