আমাদের ভারত, কলকাতা, ১১ এপ্রিল: ভারতীয় ডাক বিভাগ পন্ডিত নিত্যানন্দ মুখোপাধ্যায় মহাশয়ের জন্মশতবর্ষে বিশেষ কভার প্রকাশ করল কলকাতা জিপিও-তে। মঙ্গলবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্টমাস্টার জেনারেল (কলকাতা রিজিয়ন) অনিল কুমার, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ গোপাল চন্দ্র মিশ্র এবং বিশিষ্ট লেখক তপন বন্দ্যোপাধ্যায়।
অধ্যাপক নিত্যানন্দ মুখোপাধ্যায় ছিলেন সংস্কৃতের বিশিষ্ট পণ্ডিত, একজন বিশিষ্ট কবি এবং ধর্মশাস্ত্র ও অন্যান্য শাস্ত্রের অনুবাদক। কলকাতা সংস্কৃত কলেজ থেকে অবসর গ্রহণ করেন। তিনি ১১৫ টি সংস্কৃত নাটক, ১১টি মহাকাব্য এবং অসংখ্য কবিতা লিখেছেন। রাষ্ট্রপতি শংকর দয়াল শর্মা তাঁকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করেছেন। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা ‘হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজ পণ্ডিত’ তাঁর জন্মশতবর্ষে ১০ এপ্রিল ২০২২ থেকে নানা ধরনের অনুষ্ঠান করছে, যেমন- সংস্কৃত নাট্য উৎসব, আলোচনা, কৃতি ছাত্র, অধ্যাপক ও বিশিষ্ট জনদের সম্মান প্রদান, জাতীয় সংস্কৃত সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ইত্যাদি, এবং গ্রন্থ প্রকাশ, তাঁর রচনা সংকলন এবং তাঁকে নিয়ে বিভিন্ন জনের স্মৃতিকথা প্রকাশ।
নিত্যানন্দবাবুর শতবর্ষের শেষ অনুষ্ঠানে ১০ এপ্রিল ২০২৩ স্মারক বক্তৃতা দিয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। স্মারক সম্মান প্রদান করা হয় বিশিষ্ট গবেষক সুভাষ ভট্টাচার্য ও ডক্টর কুমার নাথ ভট্টাচার্যকে। অনুষ্ঠানের শেষে উপস্থিত আগ্ৰহী দর্শকবৃন্দ বিশেষ কভারটি সংগ্ৰহ করেন। পরবর্তীকালে কলকাতা জিপিও ফিলাটেলিক ব্যুরো থেকে সংগ্ৰহ করা যাবে।