আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেশপুরে বিশেষ কর্মশালা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেশপুরে হল এক বিশাল পদযাত্রা ও কর্মশালা। বৃহস্পতিবার সকালে কেশপুর বাসস্ট্যান্ডে পদযাত্রা শুরু হয়।

শোভা যাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। পথযাত্রার অনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা ও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশেদ আলি কাদরি। মহিলাদের বিভিন্ন বিষয়ে সচেতন করেন শিউলি সাহা। ১৮ বছর বয়সের আগে যাতে কোনওভাবেই না হয় সেদিকে সজাগ করার বার্তা দেন মন্ত্রী। এক্ষেত্রে অভিভাবকদেরও সচেতন হতে আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কন্যাশ্রী বিভাগের নোডাল অফিসার সুমনা ব্যানার্জি, জেলা শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ কুমার দাস, জেলা প্রজেক্ট অফিসার পীযূষকান্তি রথ, কেশপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপক কুমার ঘোষ, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ নন্দী সহ ব্লক প্রশাসনের একাধিক ব্যক্তিত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *