নির্বাচনে মশলার ব্যবহার হবে, ব্যাখ্যা দিলেন মদন মিত্র

আমাদের ভারত, ব্যারাকপুর,৩ ফেব্রুয়ারি: “নির্বাচনে মশলার ব্যবহার হবে। দলীয় কর্মীদের হাতে পৌঁছে যাবে সেই মশলা।” হাবড়ায় এই বক্তব্য রেখেছেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র। মদন মিত্রের এই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তবে, উত্তর ২৪ পরগনার কামারহাটিতে সাংবাদিক বৈঠক করে মশলা তত্বের ব্যাখ্যা দিয়ে মদন মিত্র বলেন, “যে মশলার ব্যবহার বিজেপি করবে, সেই একই মশলার ব্যবহার আমরাও করব। মশলার কি ব্যবহার হয়, তা কি বিজেপির অর্জুন সিং জানেন না? মশলা মানে প্রতীক, ব্যানার, পোস্টার, লিফলেট, ফ্লেক্স সবই বোঝায়।”

মদন মিত্র বলেন, “এবার নির্বাচনে খেলা হবে। তাই মশলা নির্বাচনের আগেই আমাদের কর্মীদের হাতে পৌঁছে যাবে।” এদিন মদন মিত্র বলেন, “আমি বলতে চাই, আমাদের দলের কর্মীরা সবাই সঙ্গে আছে। কিছু মীরজাফর ওই দলে গেছে। আমাদের কর্মীরাই দলের সম্পদ, নেতারা সম্পদ নয়। বিজেপি কিছু উস্কানি মূলক মন্তব্য করে আমাদের ফাঁদে পা দেওয়াতে চাইছে। মমতা বন্দোপাধ্যায় দলের সবাইকে নির্দেশ দিয়েছে বিজেপির ফাঁদে পা দেবেন না। আমিও বলছি মাথা ঠাণ্ডা রেখে দলীয় নির্দেশ মেনে চলুন।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here