পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন সদর পূর্ব চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জানুয়ারি: আজ পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন সদর পূর্ব চক্রের সমস্ত প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা সমূহের ৪০তম ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পাঁচখুরি দেশবন্ধু হাইস্কুল ময়দানে। পরিবেশের বার্তা দিতে এবং খুদে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রথমেই চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি শ্রাবন্তী মন্ডল। প্রতিযোগিতার
৩৪ টি বিভাগের প্রথম তিন স্থানাধিকারীকে পুরস্কার ও শংসাপত্র দেওয়ার পাশাপাশি বাকি সমস্ত প্রতিযোগীকেও উৎসাহ দেওয়ার জন্য পুরস্কৃত করা হয়। এছাড়াও সবাইকে একটি করে মেহগিনি গাছের চারা তুলে দেওয়া হয়।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্টি ক্রিকেটার তথা ইস্টবেঙ্গল টিমের ক্রিকেট কোচ সুশীল শিকারিয়া, স্থানীয় খাদ্য কর্মাধ্যক্ষ গোপাল দে, শিক্ষক নেতৃত্ব সুবল মন্ডল, সৌমেন ঘোষ, কৃষ্ণেন্দু বিষই, অনিমেষ দে, শান্তনু দে, দীপক দাস অধিকারী সহ বহু বিশিষ্ট জন।

প্রতিযোগিতার আহ্বায়ক তথা সদর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ওঙ্কার পন্ডা সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “আজকের খুদেরা আগামীর বনস্পতি। তাদের একটি করে গাছের চারাও দেওয়া হল যা বাড়ি গিয়ে তারা বড়দের সাহায্যে বাঁচিয়ে বড় করবে। পড়াশোনা ও খেলাধূলার সঙ্গে নির্মল পরিবেশ গঠনে এখন থেকেই নিজের অবদান রাখবে এই কামনা করি।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here