
আমাদের ভারত, কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির ফাইনাল। রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দৃঢ় বিশ্বাস এবার বাংলা দলের যে ‘টিম স্পিরিট’ তাতে বাংলা ৩৩ বছর পর আবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ান হবে।
বুধবার সকালে ইডেন গার্ডেন্সে বাংলা দলের প্র্যাকটিসের পর বাংলা দলের কোচ লক্ষ্মী রতন শুক্লা, অধিনায়ক মনোজ তিওয়ারি সহ সমস্ত খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন সিএবির সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলি সহ সিএবির সমস্ত কর্মকর্তারা।