ঘাটালে বসন্ত উৎসব পালিত হল অরবিন্দ স্টেডিয়ামে

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ মার্চ :
ঘাটালে বসন্ত উৎস নাচ, গান, আবৃত্তির মধ্য দিয়ে পালিত হল মহা ধূমধামে। ঘাটালে কিশোর বাহিনীর সুকান্ত শাখা এই বসন্ত উৎসব ১১ বছর ধরে পালন করে আসছে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। সোমবার সকালে পদযাত্রা করে নৃত্যের মাধ্যমে বসন্তকে আবিরের ছোঁয়া লাগিয়ে শহর পরিক্রমা করে প্রশাসনের সহযোগিতায়। এরপর অরবিন্দ স্টেডিয়ামে বসন্ত উৎসবে মূল মঞ্চে নাচ গান আবৃত্তির অনুষ্ঠান জাকজমক ভাবেই পালিত হয়। রঙকে দূরে রেখে বসন্ত উৎসবে মেতে ওঠে পরিবেশ বান্ধব অাবির নিয়ে। এই উৎসবে উপস্থিত ছিলেন ঘাটালের বিডিও অরিন্দম দাশগুপ্ত, ওসি দেবাংশু ভৌমিক, প্রাক্তন অধ্যাপক জীবনানন্দ ঘোষ, লক্ষ্মণ কর্মকার, শিক্ষক তাপস পোড়েল প্রমুখ।

উৎসবে যোগ দিতে আসা সবার জন্য সকালে দুপুরে খাবারের ব্যবস্থা রেখেছিল উৎসব কর্তৃপক্ষ। এই বসন্ত উৎসবের সভাপতি প্রসাদ পাঠক ব্যানার্জি ও ডাঃ শিশির দাস বলেন, জাতি ধর্ম নির্বশেষে আমরা সবাই মিলে মিলিত ভাবে এই অনুষ্ঠান পালন করছি। সবাই সাম্প্রতিক আতঙ্ক কাটিয়ে ভাল থাকুন সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *