দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের ১০ম বর্ষের সরস্বতী পুজোর উদ্বোধনে আসছেন শ্রাবন্তী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: বাণী বন্দনার ১০ম বর্ষ মেদিনীপুরের সিপাই বাজার কুইকোঠার দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন অভিনেত্রী শ্রাবন্তী। সঙ্গীতানুষ্ঠানে থাকবেন নচিকেতা চক্রবর্তী ও সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পীরা।

প্রতিবছরেই ধুমধাম করে অনুষ্ঠিত হয় কুইকোঠার দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের সরস্বতী পুজো৷ এই বছরও তার ব্যতিক্রম নয়৷ ১০ম বছর উদযাপনের প্রস্তুতি চলছে জোরকদমে। আগামী ২৫শে জানুয়ারি পুজোর উদ্বোধন। ইতিমধ্যেই পত্র মারফত শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তৃণমূল নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোর ১০ম বৎসরের সাফল্য কামনা করেছেন তিনি।

দেবী চক্রবর্তী স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মাল্য চক্রবর্তী জানিয়েছেন, তাঁর প্র‍য়াত মা তথা কাউন্সিলর দেবী চক্রবর্তীর স্মৃতির সম্মানেই এই স্পোর্টস অ্যাসোসিয়েশন গড়ে তোলা হয়েছিল। প্রতি বছরের মতই এই বছরেও এলাকার স্কুল পড়ুয়াদের খেলার সরঞ্জাম উপহার দেওয়া হবে পুজো উদ্যোক্তাদের তরফে৷ দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করা হবে। থাকছে ক্যুইজ প্রতিযোগিতাও৷ সেই সঙ্গে পুজোয় সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আগামী ২৭ শে জানুয়ারি উপস্থিত থাকবেন শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং ২৮ শে জানুয়ারি সঙ্গীত পরিবেশন করবেন সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here