মন্ডলকূপী গ্রামের বাসিন্দাদের খাদ্য সামগ্রী দিল সৃষ্টি শিক্ষানিকেতন

আমাদের ভারত, ১০ মে, মেদিনীপুর: শালবনি ব্লকের মন্ডল কুপি গ্রামের সমস্ত বাসিন্দাদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করল সেখানকার সৃষ্টি শিক্ষানিকেতনl ২০০৩ সালে মন্ডলকূপীতে নিজেদের পড়াশোনার জন্য কলেজের গন্ডী পৌঁছানো ছাত্ররা এই সৃষ্টি শিক্ষানিকেতন গড়ে তুলেছিল। সেই সময় তন্ময় সিংহের উদ্যোগে সন্দীপ সিংহ, চয়ন ঘোষ, বরুন সিংহ ও অতনু সিংহকে নিয়ে প্রাথমিক ভাবে শিক্ষা নিকেতন এর যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে আরও অনেকে যোগ দেন। এরপর কর্মজীবনে প্রবেশ করে অনেকেই পেশাগত কারনে গৃহ শিক্ষকতা ছাড়লেও সবাইকে এক সুতোয় বেঁধে আজও কোচিং সেন্টারটি চালিয়ে যাচ্ছেন অতনু সিংহ।

রবিবার লকডাউনের ৫৫ তম দিনে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মন্ডলকূপী গ্রামের ২৫০টি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেন। শিক্ষক জয়দেব ঘোষ, কৃশানু সাঁতরা, সুদীপ সিংহ’র সাথে শুরুর দিনের তন্ময় সিংহ, সন্দীপ সিংহ, চয়ন ঘোষ, অতনু সিংহ বরুণ সিংহ গ্রামবাসীর হাতে বিস্কুট, সোয়াবিন, বরবটি, কুমড়ো, পুঁইশাক ও ঢেঁড়শ ইত্যাদি সামগ্রীর প্যাকেট তুলে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *