আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ এপ্রিল: করোনা আতঙ্কে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সীমান্তবর্তী রাজ্য সড়কগুলিতে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা যৌথভাবে থার্মাল স্ক্রিনিং দিয়ে নাকা চেকিং অভিযান শুরু করেছে। রবিবার সকাল থেকে স্ট্রেকো বাহিনী নামিয়ে গুড়গুড়িপাল থানার ওসি রবি স্বর্ণকারের নেতৃত্বে এই থার্মাল চেকিং চালানো হচ্ছে।
স্ক্রিনিং নাকা চেকিংয়ে পুলিশ থেকে স্বাস্থ্যকর্মী কাউকেই বাদ দেয়া হচ্ছে না। সন্দেহ হলেই স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা কেন্দ্রে যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। ভিন রাজ্য বা জেলা থেকে আসা পণ্যবাহী গাড়ির চালক খালাসী থেকে বাইক আরোহী এবং সাধারণ সহ সকলকেই থার্মাল স্ক্রিনিং দিয়ে চেকিং করা হচ্ছে বলে ওসি রবি স্বর্ণকার জানিয়েছেন।