সিএএ নিয়ে জল মাপতে কর্মসূচি নিচ্ছে রাজ্য বিজেপি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৪ ডিসেম্বর:
সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে জল মাপতে ময়দানে নামছে রাজ্য বিজেপি। এই আইনের প্রতি মানুষের কতটা সমর্থন রয়েছে তা জানতে সরাসরি মানুষের কাছে যাবেন রাজ্য বিজেপির কর্মীরা। সংশোধিত নাগরিকত্ব আইন আনার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা পাঠাচ্ছে রাজ্য বিজেপি। এই আইনের ফলে রাজ্যে কয়েক লক্ষ হিন্দুু উদ্বাস্তু উপকৃত হবেন বলে প্রধানমন্ত্রীকে জানাবে মুললিধর সেন লেনের ম্যানেজাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাবে বঙ্গ বিজেপির কর্মীরা।

তবে শুধু দলের মধ্যে এই কর্মসূচি রাখতে চান না বিজেপি নেতৃত্ব। বরং তারা সাধারণ মানুষের মধ্যে এই কর্মসূচি ছড়িয়ে দিতে চান। গ্রাম থেকে শহরে প্রত‍্যেক বাড়িতে পৌঁছে রাজ্য বিজেপির কর্মীরা একটি কার্ড পৌছে দেবে। সেই কার্ডেই প্রধানমন্ত্রীকে সিএএর সমর্থনে অভিনন্দন বার্তা পাঠানোর জন্য আবেদন করা হবে। এমনকি রাজ্য বিজেপির কর্মী নন কিন্তু এই আইনকে সমর্থন করছেন তাদের বাড়িতেও কার্ড পৌছে দেবেন গেরুয়া শিবিরের কর্মীরা। নতুন বছরের শুরু থেকেই বঙ্গ বিজেপির কর্মীরা এই কর্মসূচি গ্রহণ করছেন বলে সূত্রের খবর। রাজ্য বিজেপি দেখতে চাইছে সিএএ নিয়ে কেন্দ্রের প্রতি মানুষের কতটা সমর্থন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *