আমাদের ভারত, ১৭ জানুয়ারি: বিরজু মহারাজের প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
সোমবার সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “কিংবদন্তি কত্থক নৃত্যশিল্পী এবং পদ্মবিভূষণ, পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যুতে আন্তরিক সমবেদনা। এটা জাতি ও পারফরমিং আর্টসের বিরাট ক্ষতি। তাঁর উত্তরাধিকার দীর্ঘকাল মানুষকে অনুপ্রাণিত করবে। ওঁম শান্তি।“
রবিশঙ্কর তাঁর নাচ দেখে বলেছিলেন, ‘তুমি তো লয়ের পুতুল’! কত্থকের সেই ‘মহারাজা’ আর নেই। রবিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তি শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ– ৮৩ বছর বয়সে। একাধারে নাচ, তবলা এবং কণ্ঠসঙ্গীতে সমান পারদর্শী ছিলেন বিরজু মহারাজ। ছবিও আঁকতেন।