
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ জুন: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ঘোষণা হল বিজেপির নতুন রাজ্য কমিটি। রাজ্য বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেনে বিজেপির নতুন রাজ্য কমিটি সাংবাদিকদের সামনে ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য কমিটিতে সেভাবে চকম না থাকলেও দলের যুবমোর্চার সভাপতি পদে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাকে এনে চমক দিল বিজেপি।
সামনেই ২০২১ নির্বাচন। আর সেই বৈতরণী পার করতে হলে দলের যুবসংগঠনকে আরও বেশি আন্দোলনমুখি করতে হবে, তা ভালো করেই বুঝতে পারছেন বিজেপি নেতৃত্ব। সেই কারণেই হেভিওয়েট মুখ বিষ্ণুপুরের সাংসদের উপর ভরসা রাখল বিজেপি নেতৃত্ব। তৃণমূলের সঙ্গে লড়াইয়ে সৌমিত্র খাঁ রাজ্যবাসীর কাছে নিজেকে তুলে ধরেছেন। সেই জন্য যুবসমাজকে বিজেপির দিকে টানতে বিষ্ণুপুরের সাংসদের উপর ভরসা রাখলেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক পদে জঙ্গলমহল থেকে নিয়ে আসা হল তরুণ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে। জঙ্গলমহলে লোকসভা ভোটে বিজেপি ভালো ফল করেছে। তাই জঙ্গলমহল থেকে দলের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা হল তাঁকে।
সাধারণ সম্পাদক পদে নিয়ে আসা হয়েছে হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। তিনিও লোকসভা ভোটের আগে পর্যন্ত মহিলা মোর্চার নেতৃত্ব দিয়েছেন। রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে তাঁর লড়াই দলে সাধারণ সম্পাদকের মতো পদে জায়গা করে দিল। তপশিলি মোর্চার সভাপতি করা হয়েছে বাগদার বিধায়ক দুলাল বরকে। গত লোকসভা নির্বাচনে তাঁকে বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রার্থী করার দাবি করেছিলেন দলের একাংশ। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী করা হয় ঠাকুরবাড়ির সদস্য সান্তুনু ঠাকুরকে। লোকসভায় প্রার্থী না হতে পেরে ক্ষোভ জমেছিল দুলাল বরের মনে। তবে, দল না ছেড়ে বিজেপিতে ছিলেন বাগদার বিধায়ক। সেই ধৈর্য্যের পুরস্কার পেলেন দুলাল বর।
মহিলা মোর্চার সভাপতি করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। কলকাতার সুশীল সমাজে অগ্নিমিত্রা পালের একটা গ্রহণযোগ্যতা রয়েছে। বিধানসভা ভোটের আগে সুশীল সমাজের একাংশকে বিজেপির দিকে টানতে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে মহিলামোর্চার রাজ্য সভানেত্রী করা হল। কিষাণ মোর্চায় রামকৃষ্ণ পালকে সরিয়ে নিয়ে আসা হল নদিয়ার দক্ষিণের বিজেপি সভাপতি মহাদেব সরকারকে। সম্পাদক পদে নিয়ে আসা হল বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে। এই পদে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন জেলা সভাপতি ফাল্গুনি পাত্রকে। সহ সভাপতি পদে জায়গা হয়েছে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ও প্রাক্তন বিধায়ক মাফুজা খাতুনের। এছাড়া সহসভাপতি করা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে। সাধারণ সম্পাদকের পদ থেকে সারনো হল রাজু ব্যানার্জি ও প্রতাপ ব্যানার্জিকে। দু’জনকেই দলের সহসভাপতি করা হয়েছে। আগামী ২০২১ এর কথা মাথায় রেখে গঠন করা হয়েছে রাজ্য বিজেপির এই নতুন কমিটি।