পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্মেলন 

আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: রবিবার পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির ৩৪তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। রাজ্যস্তরের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মিত্র, ব্রজমোহন মজুমদার, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নির্মলচন্দ্র মাইতি, শঙ্কর মাঝি, আশিস মাঝি প্রমুখ। শিক্ষাকে রাজনীতি থেকে মুক্ত করা, কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, শূন্যপদ পূরণ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এই সম্মেলনে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানান বিধায়ক অসিত মিত্র। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র – শিক্ষক সম্পর্ক আরো সুদৃঢ় করতে প্রয়োজনীয়  পদক্ষেপ করার কথা বলেন এদিনের সম্মেলনের বক্তারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here