শালবনি করোনা হাসপাতাল পরিদর্শনে রাজ্যের কোভিড ওএসডি ডাঃ গোপাল কৃষ্ণ ঢালি

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জুন: পরিষেবা বিষয়ক অভাব, পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন বিষয় অভিযোগ উঠেছিল শালবনি করোনা হাসপাতালের বিরুদ্ধে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রায় অন্তিম লগ্নে মঙ্গলবার (১৫ জুন) রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শালবনি করোনা হাসপাতাল পরিদর্শনে পাঠানো হয়েছিল রাজ্যের কোভিড ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ডাঃ গোপাল কৃষ্ণ ঢালিকে। তিনি দুপুর ১২টা নাগাদ পৌঁছে যান শালবনি করোনা হাসপাতালে। প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন। কথা বলেন হাসপাতালের সুপার, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথে। কয়েকজন রোগীর সাথেও কথা বলেছেন বলে জানা গেছে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাঃ গোপাল কৃষ্ণ ঢালি জানান, “পরিষেবা নিয়ে যে প্রশ্ন উঠছে তা ঠিক নয়! মাত্র ২৯ জন রোগী এই মুহূর্তে ভর্তি আছেন। রোগীদের সঙ্গে কথা বলে দেখলাম, তাঁরা পরিষেবা ও চিকিৎসার বিষয়ে সন্তুষ্ট। তবে, আরও উন্নত পরিষেবা দেওয়ার বিষয়ে কথা হয়েছে। সিএমওএইচ এবং হাসপাতালের সুপারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।” আজ ডাঃ ঢালির সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, বিডিও প্রণব দাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ নবকুমার দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *