দুপুুর একটায় হাওড়া ও উত্তর ২৪ পরগনার জেলাশাসকদের তলব করল রাজ্য নির্বাচন কমিশন

নীল বনিক, আমাদের ভারত, ১৯ ফেব্রুয়ারি: হাওড়া ও উত্তরচব্বিশ পরগানার জেলাশাসকে তলব করল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার দুপুর একটায় এই দুই জেলার জেলাশাসকে তলব করা হয়েছে। দুপুর একটায় হাওড়া ও উত্তরচব্বিশ পরগনার জেলাশাসক রাজ্য নির্বাচন কমিশন দফতরে যাবেন।

সূত্রের খবর পুরসভার ভোট নিয়েই জেলার দুই জেলাশাসকে তলব করেছে কমিশন। কলকাতা ও হাওড়ার পুরসভার নির্বাচন নিয়ে কমিশন ইতিমধ্যেই সব প্রস্তুুতি নিয়ে ফেলেছে। তাই রাজ্যের গুরুত্বপূর্ণ দুই কর্পোরেশনের ভোটের আগে জেলাশাসকদের সঙ্গে আলোচনা করে নিতে চাইছেন রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা। কারন বিজ্ঞপ্তি জারি করার আগে শেষবারের মতো জেলাশাসকদের সঙ্গে কথা বলে নিচ্ছে কমিশন। যদি প্রস্তুুতিতে কোনও ঘাটতি থাকে তাহলে তা আলোচনা করে সব করে ফেলতে চাইছেন কমিশনের কর্তারা। পাশাপাশি কমিশন চাইছে শান্তিতে ভোট করতে আগেই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে। তাই এদিন দুপুরে একটায় হাওড়া ও উত্তরচব্বিশ পরগনার জেলাশাকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ন বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here