হাবড়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে করোনা সম্পর্কে বঙ্গবাসীকে সচেতন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

অলোক ঘোষ, উত্তর ২৪ পরগনা:
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করলেন হাবড়া টাউন তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুক্রবার সকালে হাবড়া দেশবন্ধু পার্কে কলতান প্রেক্ষাগৃহে ২৪ পাউন্ড ওজনের সুদৃশ্য একটি কেক কাটা হয়। কেকের উপর আঁকা ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীক অর্থাৎ ঘাসফুল।

একদিকে যেমন আজ নতুন বছরের প্রথম দিন, অন্য দিকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস। সব মিলিয়ে হাবড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ একদম উৎসবের মেজাজে। এদিন হাবড়ার দেশবন্ধু পার্কে হাবড়া পুরসভার প্রশাসক নিলিমেশ দাসের উপস্থিতিতে মহিলা কর্মীরাই কেক কাটেন। কিছুক্ষনের মধ্যেই হাবড়ায় পৌঁছন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

কেক কাটার কিছু সময়ের মধ্যেই হাবড়ার কলতান প্রেক্ষাগৃহে চায়ের কাপ হাতে নিয়ে দলীয় কর্মীদের সাথে আড্ডার মুডে দেখা গেল হাবড়ার বিধায়ক তথা খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। নতুন বছর এবং দলের জন্মদিন উপলক্ষে দলীয় কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখাগেল মন্ত্রীকে। পরে সাংবাদিকদের মুখমুখি হয়ে তিনি হাবড়ার মানুষ এবং রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। নতুন করে করোনা মহামারী নিয়ে জন সচেতনতার বার্তা দিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি তিনি আবেদন করেছেন সকলকে মাক্স পড়তে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here