বাজেট নিয়েও রাজ্যপাল রাজ্যসরকার সংঘাত! আশঙ্কায় ভুগছে শাসক দল

নীল বনিক, আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: এবার রাজ্য বাজেট নিয়ে রাজ্যপাল এবং সরকারের মধ্যে টানাপোড়েন শুরু হল। বাজেট অধিবেশনে রাজ্যপাল যে বক্তব্য রাখবেন তার খসড়া এখনও অনুমোদন করেননি তিনি। তাই আশঙ্কায় ভুগছে শাসক দল। বারবার মন্ত্রী, আমলারা ছুটে যাচ্ছেন রাজ্যপালের কাছে।

আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাজেট অধিবেশন শুরু হয় রাজ্যপালের বক্তব্য দিয়ে। তাতে রাজ্য সরকারের সাফল্যের দিকগুলি তুলে ধরা হয়। রাজ্যপাল বক্তব্য রাখলেও তা রাজ্যসরকারের পক্ষ থেকে লিখে দেওয়া হয়। অধিবেশনের আগে তা অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে পাঠাতে হয়। এবারও রাজ্য সকারের পক্ষ থেকে সেই খসড়া বক্তব্য রাজ্যপালের কাছে পঠানো হয়েছে। আগামী পরশু বাজেট অধিবেশন, কিন্তু এখনও সেই বক্তব্য অনুমোদন করেননি। এই নিয়ে শুরু হয়েছে সংশয়। এই অবস্থায় আজ রাজ্যপাল জানিয়েছেন, বিষয়টি তাঁর বিবেচনার মধ্যে আছে। বুধবার রাজভবনে তিনি এইকথা জানান।

আজ রাজ্যপাল বলেন, খসড়া আমি পেয়েছি। তা নিয়ে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। রাজ্যের সিনিয়ার মন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে এবিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও মঙ্গলবার রাজভবনে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আমি এই আলোচনায় খুশি। রাজ্যের উন্নয়ন নিয়ে সবসময় আমি আলোচনায় রাজি। গতকয়েকদিন রাজ্যের উন্নয়ন নিয়ে আমলা ও মন্ত্রীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ বলে জানান জগদীপ ধনকর।

রাজ্যপাল একথা বললেও এখনও অনুমোদন না করায় বাজেট নিয়ে রাজ্যপালের সঙ্গে ফের সংঘাতের আশঙ্কায় ভুগছে রাজ্যের শাসক দল। তাই বাজেট অধিবেশনের আগে রাজভবনে বারবার ছুটে যাচ্ছেন রাজ্যের মন্ত্রীরা। সেই প্রসঙ্গে রাজ্য বাজেট নিয়ে এদিন মুখ খুললেন জগদীপ ধনকর। তিনি বলেন, খসড়া আমি দেখেছি। সবটাই আমার বিবেচনার মধ্যে আছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here