সত্য চাপা দিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যে বাধা দিচ্ছে তৃণমূল সরকার: রাহুল সিনহা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ এপ্রিল: সত্য না জানানোর জন্যই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বাধা দিচ্ছে রাজ্য। বুধবার কলকাতায় এই অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, সত্য চাপা দিতেই মঙ্গলবার কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাস্তায় নামতে দেয়নি কলকাতা পুলিশ। যদিও শেষ পর্যন্ত রাজ্য পিছু হঠতে বাধ্য হবে।

অন্য অবিজেপি রাজ্যগুলে কেন্দ্রের পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে সহযোগিতা করেছে। ব্যতিক্রম হল পশ্চিমবঙ্গ।
প্রথম থেকেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে অসহযোগিতার রাস্তায় হেঁটেছে রাজ্য সরকার। কারণ করোনা মোকাবিলায় কেন্দ্রের গাইডলাইন মানছে না রাজ্য। স্বাস্থ্য থেকে রেশন সব কিছুতেই রাজ্যে অনিয়ম হচ্ছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে যাতে অনিয়ম চোখে না পড়ে যায়, তার জন্যই সবরকম অপচেষ্টা করছে তৃণমূল। তবে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের বিশ্বাস, কেন্দ্রীয় সরকার মানুষের ভালোর জন্যই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে। এরাজ্যে অনিয়মের ছবি কেন্দ্রকে জানালে তাতে রাজ্যের মানুষের লাভ হবে বলে জানান রাহুল সিনহা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here