ব্যারাকপুরের গান্ধীঘাটে সিপিকে রাজ্যপালের করা অপমানজনক মন্তব্যে চূড়ান্ত ক্ষুব্ধ পুলিশ মহল

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩০ জানুয়ারি: বেশ কিছুদিন চুপ থাকার পর ফের নিজস্ব ছন্দে রাজ্যপাল। ব্যারাকপুরের গান্ধীঘাটে গান্ধীজির প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে উদ্দেশ্য করে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। যে মন্তব্যগুলি যথেষ্ট অপমানজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের পুলিশ মহলের একাধিক শীর্ষকর্তারা।

এদিন গান্ধীঘাটে পুলিশ কমিশনার মনোজ ভার্মার মুখোমুখি হয়েই সকলের সামনে ক্ষুব্ধ রাজ্যপাল বলেন, “প্রথম সারিতে বসে খবরের কাগজ পড়ছেন? এটা কী ধরনের আচরণ? আপনারা থাকেন কোথায়? লজ্জা হওয়া উচিত। উর্দি পরে যদি এটা করেন, তাহলে অন্যরা দেখে কী শিখবে, কী করবে?” এখানেই শেষ নয়। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা প্রসঙ্গে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বলেন, “আজ গান্ধীজির প্র‍য়াণ দিবস। এই দিন অহিংসার দিন। সেখানে রাজ্য জুড়ে হিংসা চলছে। রাজ্যের কোথাও আইন বলে কিছু নেই। আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি। অথচ পুলিশ প্রশাসন চুপ করে আছে।”

এরপরই বিতর্কের ঝড় ওঠে রাজ্যের পুলিশ মহলে। রাজ্যের আইপিএস অফিসারদের বলা হয়েছে, “আইনশৃঙ্খলার রাজ্যের বিষয়। রাজ্যপালের যদি কিছু বলার থাকে তাহলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে জানানোটাই প্রথা। সেটা না করে এভাবে পুলিশ কমিশনারকে এভাবে প্রকাশ্যে অপমান করতে পারেন না রাজ্যপাল।
সূত্রের খবর, এই নিয়ে আইপিএসদের তরফ থেকে স্বরাষ্ট্রদফতরকে প্রতিবাদ মূলক রিপোর্ট পাঠানো হচ্ছে।

বিরোধী দল হয়েও রাজ্যের পুলিশ কমিশনারকে অপমানের প্রতিবাদ জানিয়েছেন সিপিএমের মহম্মদ সেলিমও। তিনি বলেন, “পুলিশ শুধু চাকরি করে না, দেশসেবা করে। এমন সেবামূলক চাকরি যাঁরা করেন, তাঁদের সঙ্গে প্রশাসনের সকলেরই ভালো ব্যবহার করা উচিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *