আমাদের ভারত, ১৪ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে ভারতীয় দলে বাংলার ফুটবলারদের বঞ্চনার প্রতিবাদ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
বৃহস্পতিবার তিনি নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে এক সাংবাদিক সম্মেলন করে জানান, ‘দেশের বাইরে বেরলেই ভারতীয় ফুটবলের কঙ্কালটা বেরিয়ে যাচ্ছে। কিংস কাপে ইরাক এবং লেবাননের বিরুদ্ধে হার তার জ্বলন্ত প্রমাণ। ১৫ মাস আগে কেউ একজন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি হলেন তারপরই দেখা গেল জাতীয় দলে বাংলার ফুটবলারদের সংখ্যা কমতে শুরু করেছে।
ভারতীয় দলের প্রীতম কোটাল, শুভাশিস বসু, প্রবীর দাস, প্রণয় হালদাররা নেই কেন? এশিয়ান গেমসে এক ঝাঁক তরুণ খেলোয়াড়রা সুযোগ পেয়েছে। বাংলা থেকে শুধু রহিম আলী। জেসিন টিকে, বিষ্ণুর মতন তরুণদের রাখা হলো না কেন?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ক্রীড়া দফতরের পক্ষ থেকে সাহায্য করেই চলেছি। গত মরশুমে কন্যাশ্রী কাপের জন্য ১৫ লাখ টাকা দিয়েছি। জেলা লিগ (অনূর্ধ্ব ১৪-১৭) করার জন্য ৩৫ লাখ দিয়েছি। এখন তো ভারতীয় ফুটবল দলে সুযোগ পেতে গেলে মাঠে গিয়ে অনুশীলন করার দরকার নেই। বরং জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখিয়ে নিলেই ভারতীয় দলে সুযোগ পাওয়া যায়। কারণ ভারতীয় দল এখন জ্যোতিষীর কথাতেই নির্বাচিত হচ্ছে।’
এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএফএ’র সচিব অনির্বাণ দত্ত ও সহ-সভাপতি সৌরভ পাল।